২৬ মে, ২০২২ ০৩:৫৯

লখনৌকে বিদায় করে কোয়ালিফায়ারে ব্যাঙ্গালুরু

অনলাইন ডেস্ক

লখনৌকে বিদায় করে কোয়ালিফায়ারে ব্যাঙ্গালুরু

 পোশাকি নাম এলিমিনেটর। তবে আসলে এটি লখনৌ ও ব্যাঙ্গালুরু দুই দলের কাছে ছিল আইপিএলের কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের প্রথম নক-আউট ম্যাচে নবাগত লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেইসঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পেলো। এ বছরের মতো এলিমিনেটর থেকে বিদায় নিতে হলো লোকেশ রাহুলদের।

১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৪ বলে অপরাজিত ১১২ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রজত পতিদার। তবে কাঙিক্ষত জয়ের দেখা পায়নি লখনৌ। ১৪ রানে হেরেছে তারা।

শেষ ওভারে হার্ষালের প্রথম বলে ১ রান নেন লুইস। দ্বিতীয় বল ওয়াইড করেন হার্ষাল। পুনরায় দ্বিতীয় বল করে কোনও রান খরচ করেননি তিনি। তৃতীয় বলে ছক্কা হাঁকান চামিরা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলেও কোনও রান ওঠেনি। আরসিবির ৪ উইকেটে ২০৭ রানের জবাবে লখনউ ৬ উইকেটে ১৯৩ রানে আটকে যায়। ১৪ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পকেটে পোরে আরসিবি। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় লখনউকে।

শুক্রবার আইপিএল ২০২২-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর