টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হারের পর এবার টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। যেখানে ৩ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে পরাজয় টাইগারদের। সিরিজ বাঁচাতে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।
গায়নায় বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এ ম্যাচের আগের একাদশ থেকে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে বুধবার মাহমুদুউল্লাহ বলছিলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়ত নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’
বৃষ্টি আর নিজেদের প্রস্তুতি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতা রাখব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ