জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন শেখ মেহেদি হাসান। এতে দলীয় ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৬৮ রান।
টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন রেগিস চাকাভা এবং ক্রেইগ আরভিন। দুই জিম্বাবুইয়ান ওপেনারের জুটি জমে ওঠার আগেই অবশ্য আঘাত হানেন নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই চাকাভাকে বিদায় করেন দলে ফেরা এক বাঁহাতি স্পিনার। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ১৭ রান করেছেন চাকাভা।
এরপর নিজের দ্বিতীয় ওভারে হাত ঘোরাতে এসে জোড়া শিকার ধরেন মেহেদি হাসান। আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজাকে (০) আজ দাঁড়াতেই দেননি এই ডানহাতি স্পিনার। ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাদেভেরেকে (৫) বিদায় করে পরের বলেই রাজাকে (০) ফেরান মেহেদি। এরপর শন উইলিয়ামসকে (২) ফিরিয়ে স্বাগতিকদের বড় ধাক্কা দেন মোসাদ্দেক হোসেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ আছেন একাদশে, এছাড়া ফিরেছেন নাসুম আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। আর বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন