আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে তার এক ওভারে ৩৪ রান নিয়েছেন রায়ান বার্ল। এর মধ্যে ৫টিই বিশাল ছক্কা। বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ওভারে এত বেশি রান খরচের আর রেকর্ড নেই।
ইনিংসের ১৩ ওভার শেষে মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। তখন রায়ান বার্ল এসেই দৃশ্যপট পাল্টে দিলেন। ইনিংসের ১৫তম ওভারটিতে তুলে নিলেন ৩৪ রান।
নাসুম নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়েছিলেন। দলের প্রথম ব্রেক-থ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার। ইনিংসের ১৫তম ওভারে ফের বল হাতে নেন নাসুম। তখনই নাসুম আহমেদকে পেয়ে চড়াও হলেন রায়ান বার্ল।
টানা ৪ বলেই হাঁকালেন বিশাল সব ছক্কা; এরপর পঞ্চম বলেও স্ট্রেইট ড্রাইভে বল ওভার বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু অল্পের জন্য তা হয়নি। তবি বাউন্ডারি পেয়েছেন তিনি। এরপর শেষ বলে ফের ছক্কা। সবমিলিয়ে ওই ওভারে আসে ৩৪ রান।
নাসুম হয়ে গেলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার। সব মিলিয়ে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান দিলেন তিনি। স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং। পরে আকিলা দনাঞ্জয়ার বলে ছয় ছক্কা মেরেছিলেন কাইরন পোলার্ড। নাসুমের আগে ১ ওভারে ৩৪ রান দিয়েছিলেন ভারতের শিবাম দুবেও। ব্যাটসম্যান ছিলেন টিম সাইফার্ট ও রস টেলর।
বিডি প্রতিদিন/এমআই