সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ১৫৭ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমেও সুবিধা করতে পারেনি মোসাদ্দেকের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এই হারের জন্য নাসুম আহমেদের ৩৪ রান দেয়া ওভারটাকেই দুষছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার ভাষ্য ‘হতাশ তো অবশ্যই (ম্যাচের ফলে)। প্রথম ১৪ ওভার পর্যন্ত আমরাই এগিয়ে ছিলাম খেলায়। একটি ওভারই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, আমার কাছে যা মনে হয়েছে। হয়তো ওই ওভারে ২০ রান হলেও আমরা ম্যাচে থাকতাম।’
অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকাল ১৫৭ রানের টার্গেটটা কিন্তু ডালভাতের মতোই। সেই হিসেব করলে টপ অর্ডারের লিটন দাস থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডারের মোসাদ্দেক পর্যন্ত দায় বর্তায়। কারণ তারা কেউই হাল ধরতে পারেননি, টি-টোয়েন্টি সুলভ খেলতে পারেননি। ২৭ বলে আফিফ হোসেনের ৩৯ রানের ইনিংস ছাড়া সব ব্যাটারই হিসেব অনুযায়ী ব্যর্থ। এমনকি মোসাদ্দেক নিজেও ডাক মেরেছেন, মানে দলের বিপর্যয়ের কাণ্ডারি না হয়ে ফিরেছেন শূন্য রানে।
যদিও ব্যাটিং বিপর্যয়ের কথাও স্বীকার করেছেন মোসাদ্দেক। তবে সেখানে অতোটা হতাশা নেই। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে খুব দ্রুত উইকেট হারাতে থাকলে রান তাড়া করা কঠিন হয়ে যায়। টি-টোয়েন্টিতে এটা আশা করা যায় না যে আপনি গেলেন আর ম্যাচ জিতলেন। এখানে হিসাব করে খেলা লাগবে। যেটা আমরা পারিনি ব্যাটিংয়ে, এজন্য ম্যাচ হেরেছি।’
বিডি প্রতিদিন/নাজমুল