স্বপ্নের নাগাল পেতে মানুষ কতোকিছুই তো করে, পাড়ি দেয় কতো নদী-সমুদ্দুর। কুমার কার্তিকেয়া সিং’ও কঠিন এক প্রতিজ্ঞা করেছিলেন নিজের স্বপ্নের নাগাল পেতে। সেই প্রতিজ্ঞা ছিল, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরবেন না।’
অনেক কারণেই মানুষকে প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতি ভাঙতে হয়। তবে কার্তিকেয়া তার কথা রেখেছেন। ক্রিকেটের পাশাপাশি শ্রমিক হিসেবে হাড়ভাঙা খাটুনি খেটেই সাধনায় করেছেন সিদ্ধি লাভ।
পরিশ্রম বিফলে যায়নি, তিনি জায়গা পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। জায়গা করে নিয়েছেন আইপিএলেও। এখন তার জাতীয় দলের ডাক পাওয়ার অপেক্ষা।
প্রতিষ্ঠা যেহেতু মিলেছে এবার শর্ত মেনে, প্রতিজ্ঞা রক্ষা করে ৯ বছর পর বাড়ি গেলেন কার্তিকেয়া। দেখা করলেন তার মায়ের সাথে। গতকাল বুধবার বাড়ি ফিরে মায়ের সঙ্গে তোলা ছবিও টুইট করেছেন এই তরুণ ক্রিকেটার। বলেছেন, ৯ বছর ৩ মাস মায় আর পরিবারে ফেরা, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।
এবারের মুম্বাইকে রঞ্জির ফাইনালে হারিয়েছে মধ্যপ্রদেশ। আর সেই আসরেই বাঁহাতি স্পিনার কার্তিকেয়া ১১ ইনিংসে বোলিং করে পেয়েছেন ৩২ উইকেট। এর মধ্যে আছে তিনটি পাঁচ উইকেট–কীর্তি।
প্রথমবার ২০১৮ সালে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান এই ক্রিকেটার। এরপর সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলেন। ২০২২ সালে হঠাৎ করেই সুযোগ হয়ে যায় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস দলে। সেখানেও নজরকাড়া পারফর্ম করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ১২ ম্যাচে ৫৫ উইকেট তাঁর। টি–টোয়েন্টি ক্রিকেটে পেয়েছেন মোট ১৪ উইকেট। এর মধ্যে আইপিএলে ৪ ম্যাচে ৫ উইকেট।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল