টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুতেও সেই টসভাগ্য সঙ্গ দিলো না সফরকারীদের। অধিনায়ক তামিম ইকবাল টসে হেরেছেন। জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। লিস্ট-এ ক্রিকেটে রেকর্ড রান করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও এতদিন ওয়ানডেতে সুযোগ পাননি তিনি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
বিডি-প্রতিদিন/শফিক