উড়ন্ত জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু হলো ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাতেও তাদের জার্সিতে অবিশ্বাস্য আর্লিং হাল্যান্ড। সেভিয়াকে ৪-০ গোলে হারাতে জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে হাল্যান্ড করেন প্রথম গোল। ফিল ফডেন দ্বিগুণ করেন ব্যবধান। পরে সিটির হয়ে আরেকটি গোল করেন হাল্যান্ড। অন্য গোলটি রুবেন দিয়াসের। তাতে পাঁচ ম্যাচে চতুর্থ হারের তিক্ত স্বাদ পায় সেভিয়া।
সঠিক সময়ে ঠিক জায়গায় থেকে গোলমুখ খোলেন হাল্যান্ড। ২০ মিনিটে ব্রুইনার ক্রস থেকে সেভিয়ার জাল কাঁপান। বিরতি থেকে ফেরার তিন মিনিট পর দুজনের কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল হতে পারতো। ডি ব্রুইনার সামনে ছিল কেবল কিপার বোনো, কিন্তু মরক্কো গোলকিপার চমৎকারভাবে তাকে রুখে দেন।
অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে সময় লাগেনি ম্যানসিটির। ৫৮ মিনিটে বক্সের প্রান্ত থেকে ফডেন কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। আধিপত্য বিস্তার করে খেলা দলটি ৯ মিনিট পর ফডেনের শট প্রত্যাখ্যাত হলে গোল করেন হাল্যান্ড। ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে তাকে উঠিয়ে জুলিয়ান আলভারেজকে নামান পেপ গার্দিওলা।
তিন গোল দিয়েও ক্ষান্ত হয়নি সিটি। শেষ বাঁশি বাজার আগে জোয়াও কানসেলোর ক্রস থেকে দিয়াস চতুর্থ গোল করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ