ইলিংশ ফুটবল ক্লাব চেলসি তাদের জার্মান কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছে। চেলসিকে শততম ম্যাচে দিকনির্দেশনা দেওয়ার মধ্য দিয়েই হয়েছে টুখেল অধ্যায়ের যবনিকাপাত।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগেও চেলসির শুরুটা হয়েছে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। সেই হারের ফলই হাতেনাতে পেলেন টুখেল। চেলসি বুধবারই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জার্মান এই কোচকে ছাঁটাই করেছে তারা।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের সবার পক্ষ থেকে আমরা টমাস টুখেল ও তাঁর স্টাফদের কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্বে থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে চেলসির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন টমাস। তবে ক্লাবের নতুন স্বত্বাধিকারীরা মালিকানা পাওয়ার ১০০ দিন পার করেছেন এবং ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চাইছেন। নতুন মালিকেরা তাই ভেবেছেন, এটাই পালাবদলের সঠিক সময়।’
বিডি প্রতিদিন/নাজমুল