৫ অক্টোবর, ২০২২ ২১:৪১

সবগুলো গোলই সিঙ্গাপুরের, তবুও জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সবগুলো গোলই সিঙ্গাপুরের, তবুও জিতল বাংলাদেশ

সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে অন্যরকম এক ম্যাচের সাক্ষী হলো বাংলাদেশ। আজ কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ছিল বাংলাদেশ-সিঙ্গাপুর। 

ম্যাচে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। তবে তিনটি গোলই করেছে সিঙ্গাপুর। তাদের দুই অর্ধে দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশ জয় পেয়েছে।

বুধবার কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে 'ই' গ্রুপে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

এদিন শুরুতেই সিঙ্গাপুরকে চেপে ধরে বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগ তৈরির পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় পল স্মলির দল। প্রথমার্ধেই সমতায় ফিরে আসে সিঙ্গাপুর।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক বাংলাদেশ। অবশ্য একের পর এক সুযোগ তৈরি করেও জয়সূচক গোলের দেখা পাচ্ছিলনা লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধের যোগ করা অষ্টম মিনিটের মাথায় সিঙ্গাপুরের গোলকিপারের ভুলে জয়সূচক গোল পেয়ে যায় বাংলাদেশ।

দারুণ জয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করল বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় ইয়েমেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর