৬ অক্টোবর, ২০২২ ১৬:২২
নারী এশিয়া কাপ

মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ

পাকিস্তানের কাছে বড় হারের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

শুরুতে ব্যাট করতে নেমে মালয়েশিয়াকে ১৩০ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়ার মেয়েরা। ফারিহা তৃষার হ্যাটট্রিকে বিপর্যস্ত হওয়ার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮৮ রানের বড় হার নিয়ে তারা মাঠ ছাড়ে।

ফারিহা ছাড়াও বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। সালমা খাতুন পেয়েছেন ১ উইকেট।

এর আগে ব্যাট হাতে হাফসেঞ্চুরি করেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ও ওপেনার ব্যাটার মুর্শিদা খাতুন।

এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রান করা নিগার সুলতানা জ্যোতি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর