৬ অক্টোবর, ২০২২ ১৭:৫৮

অভিষেকেই হ্যাটট্রিক, উচ্ছ্বসিত ফারিহা তৃষা যা বললেন

অনলাইন ডেস্ক

অভিষেকেই হ্যাটট্রিক, উচ্ছ্বসিত ফারিহা তৃষা যা বললেন

সংগৃহীত ছবি

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শুরুতে ব্যাট করতে নেমে মালয়েশিয়াকে ১৩০ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়ার মেয়েরা। ফারিহা তৃষার হ্যাটট্রিকে বিপর্যস্ত হওয়ার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮৮ রানের বড় হার নিয়ে তারা মাঠ ছাড়ে।

এদিন অভিষেকেই হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উচ্ছ্বাসের সাথে নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। আজকের ম্যাচে যে আমার অভিষেক হবে- তা জানতে পেরেছি আজকে সকালেই। অভিষেকেই হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।’

পঞ্চগড়ের মেয়ে তৃষ্ণা আরও বলেন, পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর