বল হাতে বাইশ গজে কঠিন সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। নেই তার আগের সেই ছন্দ, নেই সেই আগ্রাসী মনোভাবও। চলতি বছর ১১ ম্যাচ খেলে ঠিক প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। এর মধ্যে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে দুই ম্যাচে সেরা ছন্দে ছিলেন ফিজ। অ্যাওয়ে ম্যাচে তার কাটার-স্লোয়ার যেন ভোতা অস্ত্র।
শুক্রবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও খরুচে বোলিং করেছেন তিনি। তাসকিন-নাসুমরা পাকিস্তানকে ৫ উইকেটে ১৬৭ রানে আটকালেও ফিজ ছিলেন না ছন্দে।
তিনি ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজে খেলা দুটি টি-২০ ম্যাচে তিনি ৪ ওভারে ৩৭ ও ২ ওভারে ২৭ দিয়ে উইকেট শূন্য ছিলেন। জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচে ৪ ওভারে যথাক্রমে ৫০ রানে দুইটি ও ৩০ রান নেন এক উইকেট। অন্য ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে নেন একটি উইকেট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ