চোটের পড়েছেন পিএসজি তারকা লিওনেল মেসি। ফলে লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল প্যারিস জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বেনফিকার বিপক্ষে পিএসজির ১-১ গোলে ড্র করে। সেই ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন এই আর্জেন্টাইন তারকা।
পরে ৮১তম মিনিটে মেসিকে তুলে নেওয়া হয়েছিল। তখন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে অবশ্য জানিয়েছিলেন, চোট নয় ক্লান্তির কারণেই মেসির ইশারা পেয়েই তাকে তুলে নেওয়া হয়েছে।
তবে রাঁসের বিপক্ষে আগামীকালের খেলার আগে পিএসজি কোচ জানালেন, মেসিকে তারা সামনের ম্যাচে পাচ্ছেন না। মেসি অনুশীলনে ফিরবেন রবিবার।
চলতি মৌসুমে দারুণ ছন্দে মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন, করিয়েছেন ৮টি।
বিডি প্রতিদিন/নাজমুল