ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এ বার তার কাঁধে চেপেছে আরও বড় দায়িত্ব।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল কিনেছে লখনউর মালিক পক্ষ আরপিএসজি গ্রুপ। সেই সুবাদে এবার ডারবান সুপার জায়ান্টসের মেন্টর করা হল গাম্ভীরকে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গাম্ভীর। ভারতের সাবেক ওপেনারের হাত ধরে দু’বার ট্রফি জিতেছে কলকাতা।
দায়িত্ব পেয়ে গাম্ভীর বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেটের মতো দলগত খেলায় এক জনের ওপর কোনও কিছু নির্ভর করে। দলকে জেতাতে হলে সবাইকে এক হয়ে লড়তে হবে। সুপার জায়ান্টসের গ্লোবাল মেন্টর হিসাবে আমার দায়িত্ব বাড়ল। জেতার ক্ষুধা আরও বেড়ে গেল।’
বিডি প্রতিদিন/নাজমুল