২২তম ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ৮০ শতাংশকে বিশ্বকাপ চলাকালীন ঘরে বসে কাজ করার সুবিধা দিয়েছে কাতার। চলতি বছরের ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এভাবেই কাজ করবেন তারা।
এছাড়া সব ধরনের স্কুলেও দেয়া হয়েছে নির্দেশিকা। চলতি বছরে ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দুপুরের মধ্যে ছুটি দেওয়া হবে স্কুলগুলোতে। ১৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে স্কুলগুলো।
চলতি বছরের ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের। কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ৩২টি দল। আটটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ উপলক্ষে কাতারে ১২ লাখ দর্শনার্থী আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
বিডি প্রতিদিন/ফারজানা