ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান। বাবর আজমের দুর্দান্ত ইনিংসের ভর করে কিউইদের সহজে হারাল পাকিস্তান।
শনিবার ক্রাইস্টচার্চে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে এবং ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাবর বাহিনী।
কিউইদের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন বাবর আজম। তবে অন্যপ্রান্তে আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ান থিতু হতে পারছিলেন না। শেষ পর্যন্ত ১২ বলে ৪ রানের ইনিংস খেলে কিউই পেসার টিম সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডানহাতি ওপেনার।
রিজওয়ানের পর তিনে নামা শান মাসুদও ফেরেন দ্রুত। ২ বলের মোকাবিলা করলেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর শাদাব খানকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগ দেন বাবর। দু’জনে মিলে গড়েন ৬১ রানের জুটি। শাদাব ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন।
এরপর মোহাম্মদ নেওয়াজ ১৯ বলে ১৬ রানের ইনিংস খেলে বাবরকে সঙ্গ দেন। ট্রেন্ট বোল্টের বলে তিনি যখন ফেরেন ততক্ষণে পাকিস্তানের রান হয়ে গেছে ১২৪। বাবর এর মাঝে ফিফটিও তুলে নেন। বাকি পথ হায়দার আলীকে নিয়ে অনায়াসে পাড়ি দেন বাবর।
হায়দার মাত্র ২ বলের মোকাবিলায় এক ছক্কা ও এক চারে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন। অন্যদিকে বাবর ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
বল হাতে কিউইদের ব্লেইর টিকনার ২টি এবং বোল্ট ও সাউদি ১টি করে উইকেট তুলে নেন।
এর আগে পাকিস্তানি বোলারদের তোপে কিউই ব্যাটারদের অবস্থা হয় দিশেহারা। অবশ্য শুরুটা খারাপ হয়নি তাদের। ওপেনার ফিন অ্যালেন ১৩ রান করে বিদায় নিলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৩১) নিয়ে ইনিংস মেরামত করেন ডেভন কনওয়ে (৩৬)। তবে এই দুজনের বিদায়ের পর স্বাগতিকদের ইনিংসে ধস নামে।
তবে মার্ক চ্যাপম্যান তিন চার ও দুই ছয়ের মারে ১৬ বলে ৩২ রানের ইনিংস খেললে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড়ায় কিউইদের।
ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের বেশি দূরে যাওয়া থেকে আটকে রাখেন হারিস রউফ। সবমিলিয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় হারিসের শিকার ২ উইকেট। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২০ রানে নিয়েছেন দুই উইকেট। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ দুই উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৪ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন