২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে অভিষেকেই বসুন্ধরা কিংস উড়িয়ে আনে রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসকে। মাঠে নেমেই আলো ছড়ান এ কোস্টারিকান। লিগ জয়ের পেছনে বড় ভূমিকাও রাখেন তিনি। কলিনড্রেসই ছিলেন পেশাদার লিগে প্রথম বিশ্বকাপের ফুটবলার।
আসছে মৌসুমে ফের বসুন্ধরার হয়ে খেলতে এসেছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইরানের স্কোয়াডে থাকা ৩০ বছর বয়স্ক ডিফেন্ডার মোহাম্মদ রেজা খান জাদেহ। ঢাকায় আসার পর বসুন্ধরার সঙ্গে এক মৌসুমের জন্য চুক্তিও হয়ে গেছে তার। শনিবার (৯ অক্টোবর) দুপুরে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও রেজা খান জাদেহ।
ইরানের জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলা জাদেহ বলেন, বাংলাদেশের সেরা দল বসুন্ধরা কিংস। তাই তাদের অফারে রাজি হয়ে গেছি। আস্থা রেখেই আমার সঙ্গে চুক্তি করেছে। আমি চাইব কিংসে সেরাটা দিতেই।
ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, ইনজুরিতে রক্ষণভাগ নিয়ে আমরা চিন্তায় ছিলাম, আশাকরি রেজা আসাতে নির্ভার থাকতে পারব। এএফসি কাপে শক্তি বাড়বে আশারাখি।
কাতার আল আহদি ও ইরানের পার মেপোলিস ক্লাবে খেলেছেন জাদেহ। কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো ঢাকায়। গত মৌসুমে ভারপ্রাপ্ত থাকলেও এবার পুরোপুরিভাবে নেতৃত্বের ভার পাচ্ছেন তিনি।
গত লিগে দ্বিতীয় পর্বে খেলা মিগেল ফিগেরাও দলে থাকছেন। যোগ দিয়েছেন গত বছর ঢাকা আবাহনীতে খেলা আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ফার্নানদেস পুরোপুরি ইনজুরিমুক্ত নয় তাই তাকে দেখা যাবে না। গতবার সাইফ স্পোর্টিংয়ে খেলা আসরব গফুররবের সঙ্গে চুক্তি করেছে কিংস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ