এক বছর পর ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ ভাবনা মাথায় রেখে টিম বাংলাদেশের পরিকল্পনা করা উচিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শেরে বাংলা স্টেডিয়ামের সংস্কার করা প্রেসবক্সের উদ্বোধনের পর বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন,‘এখন থেকে টাইগারদের চিন্তা-ভাবনা ওয়ানডেকেন্দ্রিক হওয়া উচিত এবং সামনের সিরিজগুলো ওয়ানডে বিশ্বকাপ ভাবনা রেখেই যেন খেলা হয়।’
বিসিবি সভাপতি বলেন, ‘জানুয়ারি থেকে আমাদের টানা খেলা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সিরিজের পর থেকে যে কয়টা খেলা হবে সবকটিই বিশ্বকাপ ভাবনা মাথায় রেখে পরিকল্পনা করা উচিত। বিশ্বকাপ সামনে রেখে যে স্কোয়াড, যে খেলোয়াড়েরা খেলবে তা তখনই ঠিক করে ফেলা হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ