নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট বাংলাদেশ নারী ক্রিকেট দল।
কিউইদের ১৬৪ রানের জবাবে মাঠে নেমে ১৩২ রানের বিশাল হার সঙ্গী হলো সফরকারিদের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড নারী দল এগিয়ে গেলো ১-০তে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সফি ডিভাইনের ৪৫ আর সুজি বেটসের ৪১ রানে ভর করে ৩ উইকেটে ১৬৪ তুলেছিল নিউজিল্যান্ড নারী দল।
বাংলাদেশের জাহানারা আলম, রিতু মনি আর নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।
জবাবে ১৪.৫ ওভারেই ৩২ রানে অলআউট হয় টাইগ্রেসরা। দলের কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের পেসার লিয়া তাহুয়ু ৪টি আর জেনসেন ৩টি উইকেট নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        