৪ ডিসেম্বর, ২০২২ ১১:৪০

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ভেতর আজ রবিবার থেকে মাঠে গড়াচ্ছে ভারত-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে দেশের মাঠে সাত মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট।

রবিবার (০৪ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরিতে এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল।

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন যুগে নাম লেখাচ্ছে স্বাগতিক দল। নিয়মিত অধিয়ানয়ক ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই সিরিজে নেতৃত্বের ভার লিটনের কাঁধে। ভারতের মতো দলের বিপক্ষে নেতৃত্ব, বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে নেতৃত্ব দেওয়া নিশ্চয় বড় কিছু, দারুণ কিছু। লিটনের চোখও জয়ের দিকেই। ভারত বলে বিষয়টি এড়িয়ে যেতে চাননি লিটন বাঁ নিজেদের আন্ডারডগ বলেও মন্তব্য করেননি। ঘরের মাঠে জয়ের নেশায় বিভোর লিটন জানিয়ে দৃঢ় প্রত্যয়ের কথা। 

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৩৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৩০টিতেই হারতে হয়েছে। পাঁচ জয়ের সঙ্গে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর