মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থেমেছে টাইগাররা। দুই-তিনজন ব্যাটার আউট হয়ে গেছেন ২০ রানের ঘরে। ভালো শুরু পেয়েও বড় করতে পারলেন না নিজেদের ইনিংস। অধিনায়ক সাকিব আল হাসান তাদের একজন। সাকিব ছাড়াও দলের অন্য ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে বিরক্ত টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
বৃহস্পতিবার প্রথম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সিডন্স। তিনি বলেন, সিনিয়র ক্রিকেটারদের এমন মানসিক ভ্রান্তি হতাশার। স্পিনার ও পেসারদের বিপক্ষে সাকিব এগিয়ে আসছিল, তাদের লেংথ বদলে দিতে। বোলারদের লেংথ নিয়ে সে চিন্তিত ছিল, তাই চাচ্ছিল বদলাতে। লাঞ্চের ঠিক পরে বোলাররাও বিবর্ণ হয়ে গিয়েছিল। যদি সে ক্রিজে থাকতো, তাহলে হয়তো কিছু বাজে বল পেতো। এটা ছিল তার সিদ্ধান্ত। কোচ হিসেবে আমার কাছে খেলোয়াড়দের এমন ভুল করা হতাশার।
শুধু সাকিব নন, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও বাজেভাবে আউট হয়েছেন। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তারা।
ব্যাটারদের সেট হয়ে আউট হওয়া নিয়ে জেমি বলেছেন, এটা খুবই হতাশাজনক। আমরা কঠোর পরিশ্রম করছি। বলেছি যখন তুমি সেট হবে, থাকতে হবে। যখন শুরু পাবে, বড় রান নিশ্চিত করতে হবে। এটা (উইকেট) কিছুটা চট্টগ্রামের মতো, তিন-চারজন ছেলে ২০-এর ঘরে আউট হয়ে গেছে। বাকিরা ১৫ বা ১৬ তে, কেবল একজন (মুমিনুল) আমাদের কাজটা করেছে।
বিডি প্রতিদিন/এমআই