২৪ ডিসেম্বর, ২০২২ ০৭:২৭

আচরণগত সমস্যায় বিগ ব্যাশ ‘শেষ’ আফগান পেসারের

অনলাইন ডেস্ক

আচরণগত সমস্যায় বিগ ব্যাশ ‘শেষ’ আফগান পেসারের

ফজলহক ফারুকি।

বল হাতে বিগ ব্যাশ অধ্যায়ের শুরুটা দারুণ করেছিলেন ফজলহক ফারুকি। কিন্তু মাঠের বাইরের ‘পারফরম্যান্স’ থমকে দিল অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার পথচলা। আফগানিস্তানের এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে দিল বিগ ব্যাশের দল সিডনি থান্ডার।

সিডনি থান্ডার শুক্রবার (২৩ ডিসেম্বর) বিবৃতিতে জানায়, গত ১৫ ডিসেম্বর একটি ঘটনার পর ফারুকির আচরণ নিয়ে অভিযোগ পায় তারা। এরপর তারা ক্রিকেট অস্ট্রেলিয়াকে তা জানায় তদন্তের জন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্ট কমিশনারের তদন্ত ও শুনানি শেষে ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় থান্ডার কর্তৃপক্ষ। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জার্মন বিবৃতি থেকে কিছুটা আঁচ করা যায়, ঘটনা সম্ভবত গুরুতর কিছুই ছিল।

লি জার্মন জানানা, ফারুকির ওই আচরণ আমাদের মূল্যবোধ্যের সঙ্গে যায় না এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, তার চুক্তি বাতিল করা হবে। আমাদের মনোযোগ এখন ওই ঘটনায় আক্রান্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া নিয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে জানানো হয়, ঘটনার বিস্তারিত তারা গোপন রাখতে চায় এবং আর কোনো মন্তব্য এ ব্যাপারে করা হবে না।

ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইলির বদলি হিসেবে ফারুকিকে এবার দলে নেয় থান্ডার। ওই ঘটনার আগে তার বিগ ব্যাশ অভিষেক হয় মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। দারুণ বোলিংয়ে ২০ রানে নেন ২ উইকেট। ঘটনার পরদিন অ্যাডিলেইড স্ট্রাইকার্সের সঙ্গে দুর্দান্ত বোলিংয়ে নেন ২০ রানে ৩ উইকেট। পরে আরও দুটি ম্যাচ খেললেও উইকেট পাননি। সবশেষ ম্যাচ অবশ্য ৪ ওভারে রান দেন কেবল ২১।

থান্ডারের সঙ্গে তার চুক্তি ছিল ৯ ম্যাচের। তা থেমে গেল ৪ ম্যাচেই। বদলি কাউকে নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে ক্লাবটি। ফারুকি আইপিএলে আছেন সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডে। আগামী মাসে দুবাইয়ের বহুল আলোচিত আইএল টি-টোয়েন্টিতে তার খেলার কথা মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর