২৪ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫

আইপিএলের দামি ক্রিকেটারদের যা বললেন গেইল

অনলাইন ডেস্ক

আইপিএলের দামি ক্রিকেটারদের যা বললেন গেইল

অলরাউন্ডার স্যাম কারান আইপিএলে সাড়ে ১৮ কোটি ‍রুপিতে বিক্রি হয়েছেন। বেন স্টোকসের দাম ১৬.২৫ কোটি এবং ক্যামেরুন গ্রিনের দাম সাড়ে ১৭ কোটি।

এই দাম দেখে ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল বলেছেন, ‘এই তিনজন ক্রিকেটার প্রাইভেট জেট ক্যাটাগরির ক্রিকেটার।’

স্বদেশি নিকোলাস পুরানের দামও আকাশ ছোঁয়া। ১৬ কোটি রুপিতে বিক্রি হওয়া পুরানকে নিয়ে গেইল বলেছেন, ‘আমি তোমাকে যে টাকা ধার দিয়েছি, তা এবার ফেরত দিও।’

আর ১৩.২৫ কোটিতে বিক্রি হওয়া হ্যারি ব্রুককে নিয়ে গেইল বলেছে, ‘হ্যারি ব্রুক-শুরুতেই ব্যাংক ভেঙেছে। এটা প্রচুর টাকা। কেনাকাটার জন্য এটা ভালো অর্থ।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর