৪ জানুয়ারি, ২০২৩ ২০:৪৮

১২৬ কোটি টাকায় কিনে সাত মাস পর ১৪০০ কোটি টাকায় বিক্রি!

অনলাইন ডেস্ক

১২৬ কোটি টাকায় কিনে সাত মাস পর ১৪০০ কোটি টাকায় বিক্রি!

ফাইল ছবি

এনসো ফার্নান্দেজ, কাতার বিশ্বকাপের আগে যিনি ছিলেন সম্ভাবনাময়ী একজন মিডফিল্ডার। কিন্তু বিশ্বকাপ শেষ হতে হতেই তিনি এখন সোনার খনি। যে এনসোকে বেনফিকা মাত্র ৭ মাস আগেই কিনেছিল মাত্র ১২৬ কোটি টাকা দিয়ে, তাকেই এবার প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে বিক্রি করতে যাচ্ছে তারা। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মূল একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও পরে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন এনসো। এরপরই নিজের বর্তমান ক্লাব বেনফিকাকেও বড় সুযোগ করে দিয়েছেন। জানা গেছে, গত বছর জুন মাসেই ক্লাব মৌসুম শুরু হওয়ার আগে এনসোকে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। ইউরোপের ফুটবলে বেনফিকা বেশ পরিচিত নাম, পরপর দু’বার ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিল তারা। 

সেই ক্লাবের হয়ে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আলো ছড়িয়েছেন এনসো। পুরস্কার হিসেবে লিওনেল স্কালোনির বিশ্বকাপ দলেও জায়গা করে নেন তিনি। তবে মূল একাদশে জায়গা নিশ্চিত ছিলো না এনসোর। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হার শুধু আর্জেন্টিনার দলের ভাগ্যই ঘুরিয়ে দেয়নি, সাথে ঘুরিয়ে দিয়েছে এনসো ফার্নান্দেজের জীবনের চাকাও। সেই যে মেক্সিকো ম্যাচে একাদশে সুযোগ পেলেন, এরপর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে রেখেছেন বিরাট অবদান। 

একলাফে এনসোর দাম বেড়ে ছুঁয়েছে আকাশ। বেনফিকা তার চুক্তিতে 'বাই আউট ক্লজ' রেখেছিল ১১২ মিলিয়ন পাউন্ড। ইংলিশ ক্লাব চেলসি এখন এনসোকে পেতে এই মূল্য দিতেও এক পায়ে রাজি! তাই বেনফিকার ভাগ্যেও যে এই বড় দাওটা লেখা ছিলো, সেজন্য তারা এনসো ফার্নান্দেজকে নমনম করতেই পারে। ১২৬ কোটি টাকা খরচ করে কেনা খেলোয়াড়কে ৭ মাসের মাথায় বিক্রি করে তারা পেতে যাচ্ছে প্রায় ১৪০০ কোটি টাকা। 

সূত্র : দ্য সান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর