স্পনসরশিপ এবং বাণিজ্যিক চুক্তি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আয় করেছেন ২৫৬ দশমিক ৫২ কোটি রুপি।
আয়ের দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার চেয়ে কোহলির আয় তিন গুণ বেশি। ২০২২ সালে ভারতের বর্তমান অধিনায়ক রোহিতের আয় ছিল ৭৪ দশমিক ৪৭ কোটি রুপি।
তৃতীয় স্থানে থাকা যশপ্রীত বুমরার আয়ও ৫৭ দশমিক ৯২ কোটি রুপি। বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটারদের তালিকাতেও কোহলির অবস্থান ৬১ নম্বর স্থানে।২০২২ সালেই আবারও নিজের চেনা ফর্ম ফিরে পান বিরাট কোহলি। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলি ছিলেন দারুণ ফর্মে।
বিডি প্রতিদিন/নাজমুল