টটেনহাম হটস্পারের মাঠে সবশেষ আট ম্যাচে ছিল না কোনো জয়। প্রিমিয়ার লিগের খেলার শেষ তিনটিতে সাথী ছিল হার। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভেঙেছে আর্সেনাল।
টটেনহামকে রবিবার ২-০ গোলে হারিয়েছে আর্সেনালে।এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে আর্সেনাল এগিয়ে গেল ৮ পয়েন্টে।
১৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ৪৭। দুইয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯।নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ৩৮, গোল ব্যবধানে এগিয়ে তিনে নিউক্যাসল। তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।
নিউক্যাসলের সমান ১৯ ম্যাচ খেলা টটেনহ্যাম ৩৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
বিডি প্রতিদিন/নাজমুল