বিপিএলের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৩০ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল খুলনা।
শুরুতেই রংপুরের ব্যাটার রনি তালুকদার ফিরেছেন ০ রানে। পারভেজ ইমন ও নাঈম শেখ হাল ধরা চেষ্টা করলেও বেশিদূর আগাতে পারেননি। ২৪ বলে ২৫ রান করে থেমেছেন ইমন, ৯ বলে ১৩ করেছেন নাঈম।
মাহেদী হাসান ৩৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন। এরপর ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়, ২০ রানের ঘরও ছাড়াতে পারেননি রংপুরের আর কোনো ব্যাটার। অলআউট হয়ে রংপুর তুলতে পেরেছে ১২৯ রান।খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। আর আমাদ বাটের শিকার ৩।
বিডি প্রতিদিন/নাজমুল