২১ জানুয়ারি, ২০২৩ ০৮:৩১

পাকিস্তান সুপার লিগ শুরু ১৩ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগ শুরু ১৩ ফেব্রুয়ারি

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি আনুষ্ঠানিকভাবে অষ্টম আসরের সময়সূচি ঘোষণা করেন।

সূচি অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে পিএসএল-এর। আর ১৯ মার্চ লাহোরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।

৩৪ ম্যাচের এই লিগের সবচেয়ে বেশি ১১টি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আর মুলতানে হবে ৫টি ম্যাচ। সবগুলো ম্যাচেই খেলবে মুলতান সুলতানস। করাচিতে হবে ৯টি ম্যাচ। যার অধিকাংশতে লড়বে করাচি কিংস। লাহোরেও হবে ৯টি ম্যাচ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর