২১ জানুয়ারি, ২০২৩ ১৫:২২

বিসিবির ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, প্রথমবার জাকির

অনলাইন ডেস্ক

বিসিবির ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, প্রথমবার জাকির

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন ২১ জন ক্রিকেটার। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন জাকির হাসান। আর তিন ফরম্যাটের চুক্তিতে আছেন মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম

টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান

ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়ানডে ও টি-টোয়েন্টি : মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর