২৬ জানুয়ারি, ২০২৩ ১২:০৫

মেসির আইনজীবীকে নিয়ে লড়বেন আলভেজ

অনলাইন ডেস্ক

মেসির আইনজীবীকে নিয়ে লড়বেন আলভেজ

সম্প্রতি ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাজিলের ফুটবলার দানি আলভেজ। তাকে জেল থেকে মুক্ত করতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিখ্যাত আইনজীবী ক্রিস্টোবাল মার্তেলের দ্বারস্থ হয়েছেন আলভেজের পরিবার। 

ক্রিস্টোবাল মার্তেল একসময় লিওনেল মেসির মামলা সামলেছেন। স্পেনের পিপলস পার্টির কোষাধ্যক্ষ আলভারো লাপুয়ের্তার অ্যাটর্নিও ছিলেন তিনি। শুধু তাই নয়, বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইজ নুনেজের অ্যাটর্নিও ছিলেন মার্তেল। 

আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই এক নারীকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে। 

শুক্রবার সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর