৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:২৮

পিএসএল বাদ দিয়ে বাংলাদেশ সফরে আসছেন মঈন আলী

অনলাইন ডেস্ক

পিএসএল বাদ দিয়ে বাংলাদেশ সফরে আসছেন মঈন আলী

মঈন আলী

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য অনেক ক্রিকেটারই জাতীয় দলের সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্যও সেই সুযোগ রয়েছে। তবে ইংলিশ ক্রিকেটার মঈন আলী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ থাকলেও বাংলাদেশ সফরের জন্য পিএসএলকে না বলতে যাচ্ছেন।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ সফর বেশ গুরুত্বপূর্ণ। আর তাই পিএসএলকে বাদ দিয়ে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকেই প্রাধান্য দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, এই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। দুই সংস্করণের জন্যই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

চলতি মাসেই ঢাকায় আসবে ইংল্যান্ড। যেখানে অধিনায়ক জস বাটলারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মঈন আলী। এদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের অষ্টম আসর।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর