১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৮

সাইড স্ট্রেইন চোটে অ্যাবেলের বাংলাদেশ সফর শেষ

অনলাইন ডেস্ক

সাইড স্ট্রেইন চোটে অ্যাবেলের বাংলাদেশ সফর শেষ

টম অ্যাবেল

বাংলাদেশ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষা শেষের আশায় ছিলেন টম অ্যাবেল। কিন্তু সেই সম্ভাবনা আপাতত শেষ। সাইড স্ট্রেইন চোটে পুরো সফর থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। 

মূলত ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে টুকটাক বোলিংও করেন অ্যাবেল। কলম্বোয় গত বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে বল করতে গিয়েই চোট পান তিনি। নিজের তৃতীয় ওভারের প্রথম বলটি করার সময় বাঁ দিকে টান লাগে তার। ওভারটি শেষ করতে পারেননি তিনি। পরে রান তাড়ায় ব্যাটিংয়েও নামেননি ডানহাতি এই ব্যাটসম্যান। তাকে ছাড়াই ম্যাচটি অবশ্য ৪ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড লায়ন্স। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্ক্যানে অ্যাবলের চোট ধরা পড়ে। পরে তার ছিটকে পড়ার কথা নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি। সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাবেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য চলতি মাসের শুরুতে আলাদা দুটি দল ঘোষণা করে ইংল্যান্ড। দুই সংস্করণের দলেই ছিলেন অ্যাবেল। তার বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি ইসিবি। 

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ না পেলে বাংলাদেশে আগেই চলে আসতে পারেন উইল জ্যাকস। বাংলাদেশ সফরের জন্য কেবল টি-টোয়েন্টি দলে থাকা এই ব্যাটসম্যানকে ওয়ানডের জন্য বিবেচনায় আনতে পারে ইংল্যান্ড। 

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। দুই দলই এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে।  টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ৯, ১২ ও ১৪ মার্চ। 

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড। 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর