তিন ফরম্যাটের হেড কোচের দায়িত্ব নিতে গতকাল রাতেই বাংলাদেশে পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজ থেকেই কাজ শুরু করবেন তিনি। তার ফেরা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। তবে বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে, হাথুরু 'প্ল্যানিংয়ের মাস্টার'। লঙ্কান কোচের অধীনে জাতীয় দল বড় কিছু করবে বলেই বিশ্বাস সুজনের।
গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাথুরুর ভূয়সী প্রশংসা করেন সুজন। তিনি বলেন, 'হাথুরু অনেক বড় চিন্তা করে। আমরা সবাই জানি, হাথুরু গুড প্ল্যানার। সত্যি বলতে, প্ল্যানিংয়ের মাস্টার সে। কারণ উনি অনেক বড়টা দেখতে পারেন, দূরেরটা দেখতে পারেন।'
ওয়ানডেতে বাংলাদেশ বেশ সফল দল। সামনের বিশ্বকাপও হবে এই সংস্করণে। প্রিয় ফরম্যাটের বৈশ্বিক লড়াই সামনে রেখে হাথুরুর অধীনে জাতীয় দলের প্রস্তুতি এবং প্রত্যাশা কেমন হবে; এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, 'ওয়ানডে বিশ্বকাপ মানেই আমাদের জন্য মূল সংস্করণ। আমি তো চাই, আমরা এখানে ভালো খেলি। যেটা করতে পারিনি এখন পর্যন্ত, সেরকম করতে চাই। ভালো কিছু করতে চাই। যেরকম বললাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই।'
'প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনালে যেতে চাই। নক আউট স্টেজে গিয়ে সবসময় চান্স থাকবে... নির্দিষ্ট দিনে ভালো খেললে সামনে এগিয়ে যাওয়ার, সেমি-ফাইনাল ও ফাইনাল খেলার। আমার কথা হচ্ছে, হাথুরুর কোচিংয়ে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের কতটা উন্নতি হয়। আমরা এখন ওয়ানডেতে খুব অভিজ্ঞ একটা দল। এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। অনেক দিন ধরে এটাতেই ভালো করছি। এই ভালোটা কীভাবে আরও ওপরে যাওয়া যায় সেটাই লক্ষ্য থাকবে।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ