নতুন কোচ বেছে নিল লিডস ইউনাইটেড। জেসি মার্শকে ছাঁটাই করার দুই সপ্তাহ পর ক্লাবটির দায়িত্ব দেওয়া হলো আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের সাবেক কোচ হাভি গ্রাসিয়াকে।
এই স্প্যানিয়ার্ডের সঙ্গে চুক্তিতে সম্মত হওয়ার কথা মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগের দলটি। টোবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। ওয়ার্ক পারমিট পাওয়া সাপেক্ষে কাজ শুরু করবেন ৫২ বছর বয়সী গ্রাসিয়া।
দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে গত ৬ ফেব্রুয়ারি মার্শকে বরখাস্ত করে লিডস। তার উত্তরসূরি বাছাইয়ের কাজটা সহজ হয়নি তাদের জন্য। গ্রাসিয়ার কোচিংয়ে ২০১৯ সালে এফএ কাপের ফাইনালে খেলেছিল ওয়াটফোর্ড। এর আগে লা লিগার দল ভালেন্সিয়া ও কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে ছিলেন তিনি।
প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে লিডস। লিগে নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার এভারটনকে ১-০ গোলে হারায় দলটি। পরের লিগ ম্যাচে আগামী শনিবার সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে লিডস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ