বড় দলগুলোর ম্যাচে ছোটখাটো একটি ভুলই অনেকসময় গড়ে দেয় ব্যবধান। সেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুল করে অনেকগুলো ভুল এবং এর খেসারত দেয় বড় ব্যবধানে হেরে। নিজেদের ভুল স্বীকার করে এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শুরুতে দুর্দান্ত খেলে ১৪ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে এরপর গোলরক্ষক আলিসন ও রক্ষণের দৃষ্টিকটু কিছু ভুলে একে একে পাঁচ গোল হজম করে প্রিমিয়ার লিগের দলটি। রিয়াল জেতে ৫-২ ব্যবধানে।
বিরতির আগে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। ৩৬তম মিনিটে ডি-বক্সের মুখে এই ব্রাজিলিয়ানের চ্যালেঞ্জে জো গোমেজ ব্যাকপাস দেন গোলরক্ষককে। ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ বরাবর শট নেন আলিসন, কিন্তু বল ছুটে আসা ভিনিসিউসের পায়ে লেগে চলে যায় জালে।
বিরতির পর রিয়ালকে লিড এনে দেন এদের মিলিতাও। ডি-বক্সের বাঁ পাশ থেকে লুকা মদ্রিচের নেওয়া ফ্রি কিকে অরক্ষিত এই ডিফেন্ডার হেডে গোল করেন। লিভারপুলের কয়েকজন খেলোয়াড় জায়গায় দাঁড়িয়ে দেখেন বলের জালে যাওয়া। এছাড়া পুরো ম্যাচে লিভারপুলের খেলোয়াড়দের আরও কিছু ভুল নিয়ে তাদের দিকে সমালোচনা ধেয়ে আসছে বেশ। তবে এতে বিচলিত নন ফন ডাইক। ম্যাচের পর ৩১ বছর বয়সী এই ফুটবলার বললেন, যা হয়ে গেছে তা নিয়ে খুব বেশি না ভেবে ভুল থেকে শিক্ষা নিতে হবে তাদের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ