প্রথম লেগে জমজমাট লড়াইয়ের পর ইউরোপা লিগে টিকে থাকার লড়াইয়ে বার্সেলোনার সামনে এবার ওল্ড ট্র্যাফোর্ড চ্যালেঞ্জ। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ খেলা কঠিন করে তুলতে পারে স্প্যানিশ ক্লাবটির কাজ। শাভি এরনান্দেস অবশ্য এসব নিয়ে ভাবার পক্ষপাতী নন। বার্সেলনা কোচ বললেন, তাদের লক্ষ্য থাকবে কেবল আক্রমণাত্মক খেলা ও জেতা।
নকআউট রাউন্ডের প্লে-অফের প্রথম লেগে গত সপ্তাহে কাম্প নউয়ে দুই দলের লড়াই শেষ হয়েছিল ২-২ গোলে। শুরুতে মার্কোস আলোনসোর গোলে এগিয়ে যাওয়ার পর অল্প সময়ে দুই গোল হজম করে বার্সেলোনা। এরপর রাফিনিয়ার গোলে সমতায় শেষ হয় লড়াই। দ্বিতীয় লেগের লড়াইয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল।
ইংল্যান্ডের দর্শকদের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে মাঠে তাদের সপ্রভিত উপস্থিতির জন্য। নিজেদের দলকে তুমুল সমর্থন দিয়ে প্রতিপক্ষের কাজটা কঠিন করার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার।ইউরোপা লিগের হাইভোল্টেজ ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে মাঠের জমজমাট আবহের চাপও তাই সামলাতে হবে বার্সেলোনার। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে থাকা এরিক টান হাগের দল সম্প্রতি আছেও ভালো ছন্দে। সব মিলিয়ে প্রতিযোগিতায় পরের ধাপে যেতে হলে বিশেষ কিছুই করতে হবে স্প্যানিশ দলটিকে।
ওল্ড ট্র্যাফোর্ডে খেলার অভিজ্ঞতা আছে শাভির। ফলে এই স্টেডিয়ামের আবহটা কেমন হতে পারে এই ব্যাপারে স্পষ্ট ধারণা আছে তার। বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার বলেন, এখানে ফেরাটা তার জন্য রোমাঞ্চের। তার চোখে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের মানদণ্ডের চেয়ে কোনো অংশে কম নয়।
তিনি বলেন, ইংল্যান্ডে খেলা ম্যাচগুলোর আমার খুব ভালো স্মৃতি আছে, কারণ সেখানে খেলাটা খুবই বিশেষ কিছু। সেখানকার স্টেডিয়ামগুলো দারুণ, ভক্তরা গলা ফাটানো বন্ধ করে না, সবকিছুরই একটি বিশেষ স্বাদ রয়েছে, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না।
বার্সা কোচ বলেন, বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর একটি ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা এবং ইউনাইটেডের মতো বড় দলগুলোর একটির বিপক্ষে খেলা আমার জন্য খুবই আনন্দের বিষয়। আমরা একটি সাহসী দল, যারা আক্রমণ করতে এবং সবসময় জিততে পছন্দ করি। এই ম্যাচটিও তার ব্যতিক্রম হবে না। ম্যাচটি চ্যাম্পিয়নস লিগের বড় একটি ম্যাচের মতোই।
শাভি মনে করেন, খেলোয়াড় ও দর্শক সবার জন্যই লড়াইটি বিশেষ উপলক্ষ্য হতে যাচ্ছে। তিনি জানান, সমর্থকদের জন্যও ব্যাপকভাবে আকর্ষণীয় একটি ম্যাচ। খেলোয়াড়দের জন্য এমন একটি ম্যাচ যা সবাই তাদের জীবনে অন্তত একবার হলেও খেলতে চায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ