৬ মার্চ, ২০২৩ ১৩:৩২

রেকর্ড গড়ে ইংল্যান্ড দলে অভিষেক রেহানের

অনলাইন ডেস্ক

রেকর্ড গড়ে ইংল্যান্ড দলে অভিষেক রেহানের

আদিল রশিদের কাছ থেকে ওয়ানডে অভিষেক ক্যাপ নিলেন রেহান আহমেদ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের। এতে দেশটির সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার বনে গেছেন তিনি।

মাত্র ১৮ বছর ২০৫ দিনে ওয়ানডে অভিষেক হলো তার। অভিষেক ম্যাচ খেলতে নামার আগেই ভেঙেছেন বেন হোলিওকের রেকর্ড। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের সময় হোলিওকের বয়স ছিল ১৯ বছর ১৯৫ দিন।

গত ডিসেম্বরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন রেহান। টেস্ট অভিষেকের সময় তার বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন।

বন্দরনগরী চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করছে ইংল্যান্ড। তিনটি পরিবর্তন আনা হয়েছে দলে। রেহান আহমেদ ছাড়াও একাদশে নেয়া হয়েছে ক্রিস ওকস ও জোফরা আরচারকে। সাকিব মাহমুদ ও মার্ক উডকে বিশ্রাম দিয়ে তাদের একাদশে যুক্ত করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর