২০ মার্চ, ২০২৩ ০৮:২৯

ঘরের মাঠেও জুভেন্টাসে ধরাশায়ী ইন্টার

অনলাইন ডেস্ক

ঘরের মাঠেও জুভেন্টাসে ধরাশায়ী ইন্টার

সংগৃহীত ছবি

ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গেল জুভেন্টাস। বাকি সময়ে ওই ব্যবধান আর ঘোঁচাতে পারল না ইন্টার মিলান।

রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতের ম্যাচে ১-০ গোলে জিতে জুভেন্টাস। ম্যাচের ২৩তম মিনিটে আদ্রিওঁ রাবিওর পাস ধরে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন সার্ব মিডফিল্ডার ফিলিপ কসতিচ।

ম্যাচের শেষ দিকে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায় বেশ। একটি থ্রো ইন নিয়ে ঝামেলায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন জুভেন্টাসের লেয়ান্দ্রো পারেদেস ও ইন্টারের দানিলো দি’আমব্রোসিও।

সেরি আ'য় তুরিনের দলটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে দুইবারের দেখাতেই হারল ইন্টার। গত নভেম্বরে আসরে প্রথম দেখায় তাদেরকে ২-০ গোলে হারিয়েছিল সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা।

এবারের সেরি আ'য় শিরোপা লড়াই আগে থেকেই একপেশে হয়ে পড়েছে। ইন্টারের এই হারের নাপোলির সম্ভাবনা বাড়ল আরেকটু। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ১৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে লাৎসিও।

সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। ৪১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জুভেন্টাস।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর