রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মিডফিল্ডার ও জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গোল ডটকম।
ফেসবুকে দেওয়া পোস্টে ওজিল লিখেন, সবকিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ও মাস ধরে আমি ইনজুরিতে ভুগছি। যে কারণে বুঝতে পেরেছি, এখনই সময় খেলোয়াড় জীবন থেকে সরে দাঁড়ানোর।
ফুটবলের এই দীর্ঘ যাত্রায় নিজের ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলেননি ওজিল। ধন্যবাদ জানান সকল সতীর্থ থেকে শুরু করে যারা তাকে সাহায্য করেছেন সবাইকে। বাদ যায়নি পরিবারও। সমর্থকদের প্রতিও অফুরন্ত ভালোবাসার কথা জানিয়ে ৩৪ বছর বয়সেই তিনি ইতি টেনেছেন বর্ণিল এই ক্যারিয়ারের।
বিডি-প্রতিদিন/শফিক