১২ এপ্রিল, ২০২৩ ১২:১৮

বেনজেমাকে নিয়ে বেশি সতর্ক চেলসি

অনলাইন ডেস্ক

বেনজেমাকে নিয়ে বেশি সতর্ক চেলসি

ড্র ভাগ্য আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসিকে। গত তিন মৌসুম ধরেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও চেলসির এই সম্মুখ দ্বৈরথ চলছে। তো এই দুই চেনা প্রতিপক্ষই আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে। ম্যাচটা হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট। রেকর্ড ১৪ বার শিরোপা জিতে সেটাই প্রমাণ করেছে তারা। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারাই। বিপরীতে চেলসি ২০২১ সালেই জিতেছে শিরোপা। মানে চেলসি-রিয়াল, সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন। তো দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে হিসেবে একটা বাড়তি আকর্ষণ তো আছেই। তার চেয়েও বড় কারণ, এ নিয়ে সর্বশেষ তিন মৌসুমেই ড্র ভাগ্যে নকআউট পর্বে একে অন্যের মুখোমুখি হয়েছে রিয়াল-চেলসি।

২০২০-২১ মৌসুমে সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতা নিয়ে ফাইনালে উঠেছিল চেলসি, পরে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপাও জিতেছিল ইংলিশ ক্লাবটি। ড্র ভাগ্যে রিয়াল সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যায় গত মৌসুমেই (২০২১-২২)। কোয়ার্টার ফাইনালেই দেখা হয় দুই দলের। এবার করিম বেনজেমার জাদুতে দুই লেগ মিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে যায় রিয়াল। পরে চ্যাম্পিয়নও হয়েছে তারাই। এবার জয় হবে কাদের?

সেই বেনজেমা ফর্মে আছেন এবারও। ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগে টানা দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। যার মধ্যে একটি হ্যাটট্রিক আবার বার্সেলোনার বিপক্ষে, বার্সার দুর্গ হিসেবে পরিচিত ক্যাম্প ন্যুতে গিয়ে। তো উড়ন্ত ফর্মে থাকা এই বেনজেমাকে নিয়ে চেলসির ভয়ে থাকাটা স্বাভাবিকই।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর