বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় উৎসবে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন ক্রীড়াবিদরা। দেশের ক্রীড়াবিদরা পাশাপাশি সেই তালিকায় আছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও।
অনুশীলনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।
বর্তমান ঠিকানা সৌদি ক্লাব আল নাসরের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রোনালদো। সেই অনুশীলনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হয়েছে। ছবিগুলোও গতকাল রাতেই শেয়ার করেছেন রোনালদো।ক্যাপশনে রোনালদো লিখেছেন, 'সেমিফাইনালের প্রস্ততিতে মনোযোগী। আজ যারা ঈদ উদযাপন করছেন, সবাইকে ঈদ মোবারক।’
বিডি-প্রতিদিন/বাজিত