৫ মে, ২০২৩ ০৮:৩০

ইংল্যান্ডের কন্ডিশন ভিন্ন, স্পিনারদের জন্য লাইন-লেন্থ গুরুত্বপূর্ণ: মিরাজ

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের কন্ডিশন ভিন্ন, স্পিনারদের জন্য লাইন-লেন্থ গুরুত্বপূর্ণ: মিরাজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে তামিম ইকবালের দল। ব্যাটিং কিংবা বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে ছিল ক্রিকেটারদের বাড়তি নজর। অনুশীলন শেষে অবশ্য গণমাধ্যমে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

জানিয়েছেন ইংল্যান্ডের এমন কন্ডিশনে স্পিনারদের চ্যালেঞ্জের কথা। এ সময় মিরাজ বলছিলেন, ‘এখানকার কন্ডিশনটা একটু ভিন্ন। তাই আমি কোচের সঙ্গে কথা বলেছি। স্পিনারদের জন্য এখানে লাইন-লেন্থটা খুবই গুরুত্বপূর্ণ।’

ইংল্যান্ডের এমন কন্ডিশনে খেলা কঠিন হলেও পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিশ্বাস মিরাজের, ‘আগে আমাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমরা ভালো টাচেও আছি। সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।’

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের দর্শক সমর্থকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। অবশ্য দর্শকদের এমন সমর্থন উপভোগ করেন মিরাজ, ‘এটা (বাংলাদেশি সমর্থক) আমাদের দলের জন্য দারুণ ব্যাপার। আমরা লম্বা সময় পর এখানে এসেছি বিশ্বকাপের পর। এটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। এখানে আমরা উপভোগও করি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর