২৩ মে, ২০২৩ ২০:৩১

দলের বাইরে থাকা কখনোই আনন্দদায়ক নয় : তাসকিন

অনলাইন ডেস্ক

দলের বাইরে থাকা কখনোই আনন্দদায়ক নয় : তাসকিন

ফাইল ছবি

চোটের কারণে ক্যারিয়ারের অনেকটা সময় দলের সঙ্গে খেলতে পারেননি তাসকিন আহমেদ। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে একমাত্র টেস্টের পর ইংল্যান্ডে একই প্রতিপক্ষের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও খেলতে পারেননি তিনি।

তারপরও সব বাধা অতিক্রম করে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের নেতা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন তিনি। এসময় গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন।

বিশ্বকাপের বছরে চোট নিয়ে বাড়তি কোনো সতর্কতা কাজ করছে কি না তার মধ্যে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক এথিকস, প্রসেস কিছুটা বদলেছে। যা আমার জন্য ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ।

তাসকিন বলেন, এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রসেসে আছি। এটাই একটা আত্মবিশ্বাস থাকে যে, আমি নিজের শতভাগ দিচ্ছি প্রসেসের ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।

তিনি বলেন, গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি পেস বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর