দারুণ শুরু করল আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথটিতে শ্রীলঙ্কাকে ওরা হারিয়েছে ৬ উইকেটে, হাতে ছিল ১৯ বল। চোটের কারণে দলে ছিলেন না তারকা লেগ স্পিনার রশিদ খান।
লঙ্কানদের ঘরের মাঠে প্রম ওয়ানডেতে ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমেছিল আফগানরা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানরা এর আগে লঙ্কানদের গুটিয়ে দেয় ২৬৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ইব্রাহিম জাদরান শক্ত হাতে হাল ধরে। তিনি ৯৮ রানরে দুর্দান্ত ইনিংস খেলেছেন।
ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৪ রানে আউট হন। পরে তিনে নামা রহমত শাহকে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন ওপেনার ইব্রাহিম। আর এতেই আফগানদের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
বিডি প্রতিদিন/নাজমুল