৯ জুন, ২০২৩ ২১:০৯

সাফ নিয়ে যে সাফাই গাইলেন কাবরেরা

অনলাইন ডেস্ক

সাফ নিয়ে যে সাফাই গাইলেন কাবরেরা

এবার নিজের পক্ষে সাফাই গাইলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। আক্রমণভাগে লিগের অন্যতম স্কোরার এলিটা কিংসলেকে তিনি দলে রাখেননি। সাজ্জাদ হোসেনও নেই। এই প্রশ্নের ব্যাখ্যায় খানিকটা ক্ষোভের পর নিজের সিদ্ধান্তের পক্ষে গাইলে সাফাই। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় চার দিন ধরে ক্যাম্প করেছেন কাবরেরা। ৩০ জনের থেকে সাফ ও কম্বোডিয়ার বিপক্ষে ২৩ জনকে বেছে নিয়েছেন চূড়ান্তভাবে। 

ঢাকা পর্বের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কাবরেরা। শনিবার দল নিয়ে উড়াল দিবেন কম্বোডিয়ার উদ্দেশে। সেখানে ১২ জুন স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। তিন দিন পর স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে খেলবেন একটি প্রীতি ম্যাচ। 

২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আগে তাই সবকিছু গুছিয়ে নেওয়ার সময় হাতে আছে এই স্প্যানিশ কোচের। তিনি বলেছেন, ‌‘আপনারা যদি লিগের দ্বিতীয় ধাপ দেখেন সুমন খুব কমই ম্যাচ টাইম পেয়েছে, এলিটাও কম সময় খেলেছে, সাজ্জাদ শেষ তিন ম্যাচ খেলেছে, তো এদের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। প্রথম লেগে কিংসলে অনেক বেশি খেলেছে, কিন্তু গত তিন মাসে আমিনুর রহমান সজীব ছাড়া কোনো স্ট্রাইকার তেমন ম্যাচ টাইম পায়নি। একারণে আমরা দেখেছি, এ মুহূর্তে কে তুলনামূলক ভালো অবস্থায় আছে, আমরা অনুভব করেছি, এই অল্প সময়ে কে তুলনামূলকভাবে ভালো করতে পারে, সেগুলো। এ কারণে আমাদের মনে হয়েছে, বাকি স্ট্রাইকারদের চেয়ে এগিয়ে সুমন।’ 

আত্মবিশ্বাসী কারবেরা জানিয়েছেন, ‘আমরা মাঠে নামি জয়ের লক্ষ্য নিয়ে। এটা নিশ্চিত। তবে, অবশ্যই এটা আমাদের জন্য প্রস্তুতি ম্যাচ। আমাদের প্রাধান্য সাফ চ্যাম্পিয়নশিপ, কিন্তু এটাও জানি কম্বোডিয়া ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এটা দলের জন্য গুরুত্বপূর্ণ বুস্ট হতে পারে। তো আমাদের লক্ষ্য জেতা, কিন্তু সাফের প্রস্তুতির দিকেও সবসময় দৃষ্টি থাকবে।’ 

তার মতে, ‘কে দলে আছে, কে নেই, এটা নিয়ে কথা বলার চেয়ে কে আছে, সেটা বলা গুরুত্বপূর্ণ। সবাইকে আমি এই বার্তা দিতে চাই-আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দলের ব্যাপারে ভালো কিছু বলার চেষ্টা করা, খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। তো আসুন প্রশ্ন তোলা, সমালোচনা করা, কে দলে নেই তা বলার চেয়ে চেষ্টা করি ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হয়ে কিছু অর্জনের এবং এই দলটির প্রতি বিশ্বাস রাখার। এটাই দল, এই দলটাই লড়াই করবে এই দেশের জন্য, কোয়ালিফাই করার জন্য, সবাইকে গর্বিত করার জন্য। এটাই আমাদের চাওয়া।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর