৮ উইকেটে ২৭০ রানে তুলে চতুর্থ দিনের মাঝপথে নিজেদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৬৬ রানে অপরাজিত থাকলেন অ্যালেক্স ক্যারি। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতের দরকার ৪৪৪ রান।
টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬৯ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ফলে ১৭৩ রানের লিড পায় অজিরা।
নিজদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাই শিরোপা জিততে ভারতে বড় রানে পাহাড় টপকাতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল