৯ জুলাই, ২০২৩ ০৯:৩৩

রিয়াল ছেড়ে পিএসজি শিবিরে যোগ দিলেন আসেন্সিও

অনলাইন ডেস্ক

রিয়াল ছেড়ে পিএসজি শিবিরে যোগ দিলেন আসেন্সিও

মার্কো আসেন্সিও

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পিএসজিই যে মার্কো আসেন্সিওর পরবর্তী গন্তব্য, সেটা একরকম নিশ্চিতই ছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে হয়ে গেল। তিন বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

আসেন্সিওকে দলে টানার খবরটি এক বিবৃতি দিয়ে জানায় পিএসজি। 'ফ্রি এজেন্ট' হিসেবে ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
সবশেষ মৌসুমের পর রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয় আসেন্সিও। মেয়াদ না বাড়িয়ে সান্তিয়াগো বের্নাবেউকে বিদায় জানান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০১৪ সালে মায়োর্কা থেকে রিয়ালে পাড়ি জমান আসেন্সিও। প্রথম দুই বছর অন্য ক্লাবে ধারে খেলার পর যুক্ত হন মাদ্রিদের ক্লাবটিতে। রিয়ালের অনেক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আসেন্সিও। ক্লাবটির হয়ে ১৭টি শিরোপা জিতেছেন তিনি; এর মধ‍্যে আছে তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে।

ইউরোপের সফলতম দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৯টি ম্যাচ খেলেছেন আসেন্সিও। ৬১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল। এবার তার সামনে ফ্রান্সে নিজের ছাপ রাখার চ্যালেঞ্জ।

পিএসজিতে নিজের পুরনো কোচ লুইস এনরিকের সঙ্গে কাজ করবেন আসেন্সিও। গত বুধবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডাগআউটে ক্রিস্তোফ গালতিয়ের স্থলাভিষিক্ত হন ৫৩ বছর বয়সী এনরিকে। স্পেন জাতীয় দলে তিনি ছিলেন আসেন্সিওর কোচ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর