১৯ জুলাই, ২০২৩ ০৭:১৪

পিএসজির অনুশীলনে এমবাপ্পে

অনলাইন ডেস্ক

পিএসজির অনুশীলনে এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

পিএসজিতে অনুশীলনে ফিরেছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে নিজেকে ঝালাই করার জন্য তিনি মাঠে নেমেছেন। ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে তার চুক্তি। এটিই হতে পারে পিএসজির হয়ে এমবাপ্পের শেষ মাঠে নামা। ক্লাব কর্তৃপক্ষ চাপ দিলেও ফরাসি এই তারকা জানিয়ে দিয়েছেন, তিনি আর নতুন করে চুক্তি করবেন না। 

এদিকে, ফরাসি স্ট্রাইকারকে দলে ভেরাতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু তারা ফ্রি ট্রান্সফারে এমবাপ্পেকে চায়। এ জন্য ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু পিএসজি তাকে এখনই বিক্রি করে দিতে চায়। কারণ আগামী মৌসুমে এমবাপ্পে ফ্রি এজেন্ট হয়ে গেলে পিএসজি আর ট্রান্সফার ফি পাবে না। 

অন্যদিকে এমবাপ্পেও চান মেয়াদ শেষ করে পিএসজি ছাড়তে। কারণ এতে তিনি মোটা অঙ্কের ‘আনুগত্য বোনাস’ পাবেন। তাই যতই বিতর্ক থাকুক না কেন, গত সোমবার পিএসজিতে ফিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এমবাপ্পে। এরপর নেমে পড়েছেন আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করার মিশনে। এদিন ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে তাকে আলিঙ্গনবদ্ধ হতেও দেখা গেছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর