পিএসজি ছেড়েছেন মেসি ও নেইমার। তাতে শক্তি অনেকটাই কমে গেছে দলটির। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। কারণ ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান, ১৯৯৭ সালে শিরোপা জেতা বরুশিয়া ডর্টমুন্ড এবং দীর্ঘদিন পর ইউরোপসেরার মঞ্চে ফেরা নিউক্যাসল ইউনাইটেড।
নক আউটে যেতে যে কঠিন বাধা পেরোতে হবে, সেটা মানছেন সভাপতি নাসের আল খেলাইফি, ‘শুনুন, এটা কঠিন। কিন্তু শুধু আমাদের জন্য নয়। নিশ্চিত করেই বলছি, এটি কঠিন গ্রুপ। কিন্তু মূল কথা হচ্ছে, আমরা কী করতে চাই, কী পছন্দ করি?’
সামনে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। আর তা মোকাবেলা করতে সবাইকে তৈরি থাকার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘কোচিং স্টাফ, খেলোয়াড়, সমর্থক—সবাইকে এই গ্রুপের জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। সব কিছু নিংড়ে দিতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ